ফাইজারের করোনার টিকা নিলেন সৌদি বাদশা

নিউজ ডেস্কঃ
ফাইজার আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে সৌদি আরবের বাদশা সালমানকে। শুক্রবার নিওম অর্থনৈতিক জোনে তাকে এ টিকা দেয়া হয়। সরকারি বার্তা সংস্থা এসপিএ’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, এসপিএ দুটি ছবি ও একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় একজন মেডিকেল স্টাফ বাদশাকে করোনার টিকা দিচ্ছেন। টিকা নেয়ার জন্য বাদশাকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তাওফিক আল-রাবিয়া। তিনি বলেছেন, নাগরিক ও সৌদি আরবে বসবাসকারী সব মানুষকে করোনা ভাইরাস মহামারি সংক্রমণ শুরু থেকে এখন পর্যন্ত সব রকম সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন বাদশা সালমান। তিনি আরো বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য এই টিকা নিয়েছেন বাদশা।
এই উদ্যোগ সৌদি আরবের এই নীতিকে নিশ্চিত করে যে- চিকিৎসার আগে সব সময়ই প্রতিরোধকে গুরুত্ব দেয় সৌদি আরব। উল্লেখ্য, বাইরাইনের পর উপসাগরীয় দেশগুলোতে এই টিকা ব্যবহারের অনুমোদনকারী দ্বিতীয় দেশ সৌদি আরব। ফাইজারের টিকা যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক ফাইজার এবং জার্মানির অংশীদারি প্রতিষ্ঠান বায়োএনটেক। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, টিকাদান কর্মসূচি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রতিটি ধাপে একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে টিকা দেয়া হবে। এরই মধ্যে টিকা নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তার ভাই প্রিন্স খালিদ বিন সালমানসহ সিনিয়র কর্মকর্তারা।