করোনায় মারা গেলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ

নিউজ ডেস্কঃ
সিলেট-৩ আসনেরআওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই।
বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাই আহমদুস সামাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সিলেট-৩ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি ছিলেন তিনি।
সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।