পোশাকশিল্পের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিজিএমইএ সম্মিলিত পরিষদের

নিউজ ডেস্কঃ
দেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকারে শপথ করেছেন বিজিএমইএ নির্বাচন-২০২১ এ সম্মিলিত পরিষদের সকল প্রার্থী।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত অনুষ্ঠানে তারা এ শপথ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোশাকশিল্প উদ্যোক্তা, সংসদ সদস্য এবং এফবিসিসিআইএ এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ এর সাবেক সভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, বিজিএমইএ এর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ফারুক হাসান বলেন, আমি দীর্ঘদিন ধরে পোশাকখাতে কাজ করে আসছি। তাছাড়া বিজিএমইএ বোর্ডে আমি দুইবার ডিরেক্টর (পরিচালক), দুইবার সহ-সভাপতি এবং একবার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি দায়িত্ব পালন করতে গিয়ে অনুভব করেছি, খাত সংশ্লিষ্টদের নিয়ে আরও কাজ করার আছে সুযোগ আছে। এ অবস্থায় আমি বিজিএমইএতে আবারও নির্বাচন করতে চাই। বিজয়ী হলে আমি নিজের মতো করে বৃহৎ স্বার্থে ঢেলে সাজাতে চাই বিজিএমইএকে।
তিনি বলেন, দুইবছরের জন্য এ নির্বাচন। আমার কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বা সেটার বাস্তবায়ন করতে চাই না। আমি বিজয়ী হলে এ সেক্টরের জন্য, আপনাদের জন্য, দেশের জন্য আগামী দুইবছর নিজেকে উৎসর্গ করব। কী করতে হবে এমন মেনুফেস্টো তৈরির জন্য আমাদের কাজ চলমান আছে। মেনুফেস্টো এমন হবে, যা শিল্পে সফলতা বয়ে আনবে। তাছাড়া দেশের পোশাকশিল্পকে ব্র্যান্ডিং করাই হবে আমার বড় কাজ।
ঢাকায় সম্মিলিত পরিষদের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন- ফারুক হাসান, মো. শহিদুল হক মুকুল, আব্দুল্লাহিল রাকিব, মো. শহিদুল্লাহ আজিম, নীলা হোসনে আরা, মহিউদ্দিন রুবেল, জাহাঙ্গীর আলম, খন্দকার রফিকুল ইসলাম, শিরিন সালাম ঐশি, তানভির আহমেদ, ইন্তেখাবুল হামিদ অপু, এম কফিল উদ্দীন আহমেদ, ইমরান রহমান, আশিকুর রহমান তুহিন, মিরন আলী, খশরু চৌধুরী, মশিউল আজম সজল, মোহাম্মদ নাসির উদ্দীন, এস এম মান্নান কচি, শোভন ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দীন, হারুন অর রশিদ, আরশাদ জামাল দিপু, আসিফ আশরাফ, সাজ্জাদুর রহমান মৃধা শিপন, রাজিভ চৌধুরী।
চট্টগ্রামের মনোনয়নপ্রাপ্তরা হলেন- এ এম শফিউল করিম খোকন, এম আহসানুল হক, মো. হাসান, রাকিবুল আলম চৌধুরী, তানভির হাবিব, মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা কায়সার, অঞ্জন শেখর দাস, মো. আবসার হোসেন, সৈয়দ নজরুল ইসলাম।