বিনোদন গ্যালারি ডেস্ক :
রবীন্দ্র সংগীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম শিমু দে। রবীন্দ্রনাথের অসংখ্য গান গেয়ে মানুষের মন জয় করেছেন তিনি।০৩ ফেব্রুয়ারি প্রথিতযশা এই কণ্ঠশিল্পীর জন্মদিন। ১৯৮৬ সালের এ দিনে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।
রাত ১২টার পর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হন শিমু দে। ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানান তাকে। সাধারণত জন্মদিন নিয়ে তেমন উচ্ছ্বাস প্রকাশ করেন না তিনি। শিমু দে বর্তমানে পেশাগত ভাবে বাংলাদেশ বেতারে সংগীত প্রযোজক হিসেবে কর্মরত আছেন । এর বাইরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে সংগীতের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নেন।
শিমু দে’র বাবার নাম শংকর কুমার দে। মা গৌড়ি দে। তিন বোনের মধ্যে সবার ছোট তিনি। বাবা ছিলেন গানের মানুষ, সংগীত গুরু। শিশু কালেই বাবার কাছে গানের হাতে খড়ি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি দর্শক শ্রোতার মন জয় করেছেন। রবীন্দ্র সংগীত তো বটেই আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ প্রায় সব ধরনের গানে শিমু দে সমান পারদর্শী।
শিমু দে প্রায়ই বলে থাকেন, কথা বলার শুরু থেকেই গান গাওয়া শুরু। পেশাদার শিল্পী হিসেবে দুই যুগ ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। সংগীতে প্রাতিষ্ঠানিক পাঠ নিয়েছেন শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সেই শৈশব থেকেই গান গাওয়া শুরু । কলকাতা থেকেও পুরস্কার পেয়েছেন তিনি। ইতিমধ্যে তার গানের কয়েকটি এলবাম প্রকাশিত হয়েছে। তিনি দেশে অনেক পুরস্কারও পেয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে ভারতসহ বিভিন্ন দেশে গান গাওয়াটা তাঁর বড় এক প্রাপ্তি।
তবে জন্মদিনকে ঘিরে শিমু দে সচরাচর বিশেষ কোনো আয়োজন করেন না। দিনটিতে তিনি অন্যান্য স্বাভাবিক দিনের মতোই অতিবাহিত করেন। তাই যথারীতি এবারের জন্মদিনেও তার জন্মদিনকে ঘিরে নেই বিশেষ আয়োজন। তবে দিনটিতে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে তার বহু ভক্তের শুভেচ্ছা গ্রহণ করেন। শুভাকাঙ্ক্ষী ও সংগীত জগতের বহু শিল্পী তার জন্মদিনকে উপলক্ষ করে যে স্ট্যাটাস দেন তাতেও তিনি সাড়া দেন। এ ছাড়া বিভিন্ন মিডিয়া, পত্র-পত্রিকাও তার জন্মদিন উপলক্ষে বিশেষ সংবাদ করে থাকে। আজকের দিনে পুরোটা সময়ই তিনি পরিবারের সঙ্গে কাটাবেন বলে জানান।
তিনি আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে চাই, গানের সঙ্গে, সত্যের সঙ্গে, ভালো কাজের সঙ্গে থাকতে চাই। আমার জন্মদিন খুব জাকজোমকপূর্ণ ভাবে পালন করা হবে সেটি আমি কখনোই চাই না। জীবনের শেষ দিনটি পর্যন্ত যেন সুস্থ থাকতে পারি সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা। জন্মদিনে তিনি সবার আশীর্বাদ চান।
Индивидуальный подход к каждому элементу интерьера.
Дизайнерская мебель премиум-класса https://www.byfurniture.by .