শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

নিউজ ডেস্ক :

যৌথ বাহিনীর অভিযানেশীর্ষসন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করা হয়েছে। তার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদসকেও আটক করা হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র।

মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকাল ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলনে ডেকেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন। ২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা প্রকাশ করেছিল তখনকার সরকার। তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনো ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে।

Please follow and like us:

6 thoughts on “শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)